বিদ্যাবাড়ী পাবলিক স্কুল এন্ড নতুন কুঁড়ি প্রি-ক্যাডেট স্কুল

সেরাদের সেরা হও!!

স্থাপিত: ২০২২ খ্রিস্টাব্দ

সহকারী শিক্ষকের বাণী

আসসালামু আলাইকুম,

আমরা পরিশ্রমে বিশ্বাস করি। আমরা মনে করি যেকোনো শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারবে যদি শিক্ষক ও অভিভাবক সচেতন হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মৌলিক উদ্দেহলো, আচরণের পরিবর্তন।

আমাদের স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালক স্যার এর নির্দেশনায় সকল শিক্ষক মন্ডলী গুনগত শিক্ষা নিশ্চিতের লক্ষে  কাজ করে যাচ্ছে।

আমি আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ স্যারকে এমন আধুনিক, মান সম্মত, যুগোপযোগী  ও ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে বিপুল অর্থলগ্নি করার সাহসীকতাপূর্ণ পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছি। 

    

                                 শুভেচ্ছান্তে 

                          মোছাঃ সুরভী আক্তার

                            ভাইস প্রিন্সিপাল 

বিদ্যাবাড়ী পাবলিক স্কুল এন্ড নতুন কুঁড়ি প্রি-ক্যাডেট স্কুল