প্রতিটি সন্তানকে আধুনিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তোলা প্রত্যেকটি অভিভাবকের মৌলিক প্রত্যাশা। ইতিমধ্যে শিক্ষা ব্যবস্থায় শুরু হয়েছে আধুনিকায়ন। কোমলমতি শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ভালো ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান এর কোন বিকল্প নেই। কারণ পরিকল্পিত শিক্ষা ও কুশলী নিয়ন্ত্রণ একটি জীবনকে সুন্দর সুচারুরূপে গড়ে তুলতে পারে। এ দৃঢ় প্রত্যয় নিয়ে ২০২২ সালে গুটিকয়েক শিক্ষার্থী নিয়ে নতুন কুঁড়ি প্রি-ক্যাডেট স্কুল ও বিদ্যাবাড়ী পাবলিক স্কুল এর পথ চলা শুরু হয়।
অত্র প্রতিষ্ঠানটির পরিচালক এম. মানিক পারভেজ স্যারের দক্ষ পরিচালনা এবং আমাদের আন্তরিক প্রচেষ্টায় একটি আধুনিক মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা প্রদানে সমর্থ্য হয়েছে, যা ইতিমধ্যে এলাকাবাসী এবং শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করে প্রশংসা পেয়েছে।
নতুন কুঁড়ি প্রি ক্যাডেট স্কুল ও বিদ্যাবাড়ী পাবলিক স্কুলের শিক্ষা কারিকুলাম, মনোরম পরিবেশ,শিক্ষাদান পদ্ধতি অবলোকন করে আমাদের অগ্র যাত্রাকে আরো এগিয়ে নিতে আপনাদের সর্বাত্বক সহযোগিতা কামনা করছি।
মো: মোন্নাফ মিয়া
সহকারি শিক্ষক (গণিত)