খয়রুকুম মান তা’ আল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু
তোমাদের মধ্যে সর্ব উত্তম ঐ ব্যাক্তি যিনি কোরআন শিক্ষা করেন এবং অপর কে শিক্ষা দেন / আল হাদিস (বুখারী)আমাদের পরিচালক মানিক পারভেজ স্যার তিনি অত্যন্ত সৎ শিক্ষানুরাগী ও সমাজ সেবক তিনি সকল মানুষ এর কথা চিন্তা করেন। কিভাবে মানুষ কে শিক্ষানুরাগী করা যায় এ জন্য তিনি বালারহাট-এ একটি আধুনিক মানের" নতুন কুঁড়ি প্রি-ক্যাডেট স্কুল এন্ড বিদ্যাবাড়ি পাবলিক স্কুল প্রতিষ্ঠা করেন যাতে করে সকল মানুষ শিক্ষা অর্জন করতে পারে, শুধু তাই নয় তিনি পরকাল এর কথা চিন্তা করে সকল ছাত্রছাত্রী শিক্ষক/ শিক্ষিকা ও কর্মচারীদের সহি ভাবে কুরআন শিক্ষার সু ব্যাবস্থা করেছেন পরিচালক স্যার এর মহৎ কাজ কে আল্লাহ তালা কবুলিয়াত করে নিন পরিচালক স্যার কে নেক হায়াৎ দান করুন [আমিন।
মো: শামীম মিয়া
মৌলভি শিক্ষক (আরবী)
বিদ্যাবাড়ী পাবলিক স্কুল এন্ড নতুন কুঁড়ি প্রি-ক্যাডেট স্কুল